বেনাপোলে হুন্ডির ৫ লাখ টাকাসহ আটক ১
যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে হুন্ডির ৫ লাখ টাকাসহ লোকমান (৩৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বেনাপোল চেকপোস্টের সাদিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক যুবক বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের সামসুর রহমানের ছেলে।
বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরদার জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক যুবক হুন্ডির টাকা নিয়ে গাতীপাড়া সীমান্তে যাচ্ছেন। এ খবরের পর বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে কোমর থেকে ৫ লাখ টাকা পাওয়া যায়। এ ব্যাপারে পোর্ট থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত টাকাসহ লোকামানকে থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
মো. জামাল হোসেন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি