ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পোনাবালিয়া ইউপি নির্বাচনে প্রচারণায় প্রার্থীরা

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১২ মে ২০১৮

ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং দুই স্বতন্ত্র প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত নারী সদস্যসহ ১২টি সদস্য পদে মোট ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১১ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৯২০ জন এবং মহিলা ৫ হাজার ৫৫৩ জন।

জানা গেছে, ঝালকাঠি সদরের সব চেয়ে কাছের ইউনিয়ন ৭ নং পোনাবালিয়া। নদীবেষ্টিত এ ইউনিয়নে দুই বছর আগে নির্ধারিত মেয়াদ শেষ হলেও ভোটার সংক্রান্ত মামলার কারণে বিলম্বে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উন্নয়নবঞ্চিত ইউনিয়নটিতে জনগণ নির্বাচনের মাধ্যমে উন্নয়নের স্বপ্ন দেখছে। আর প্রার্থীরাও শোনাচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। রাজনৈতিক দলীয় মনোনয়ন ছাড়াও স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন প্রার্থীরা।

প্রার্থীরা নিজেদেরকে যোগ্য দাবি করে সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন প্রত্যন্ত এলাকার তৃণমূল নেতাকর্মী ও ভোটারদের দ্বারে দ্বারে। মোট শেষ মুহূর্তে নির্বাচন জমে উঠছে।

গ্রামীণ হাট-বাজার আর পাড়ায় পাড়ায় বইছে নির্বাচনী হাওয়া। নদীভাঙন, অনুন্নত রাস্তাঘাটসহ উন্নয়নবঞ্চিত এখানকার জনগণ চাইছে অবাধ ও শঙ্কামুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।

বিএনপি প্রার্থী মো. ওয়ারেচ আলী খান শতভাগ জয়ের আশাবাদী হলেও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনের দিন কেন্দ্র দখলসহ নানা অভিযোগ তুলছেন।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল বাশার খান বলেন, ওয়ারেচ আলী খান নিজেই পরাজয় ভেবে মিথ্যা কথা বলছেন। আসলে এখানে কোনো সন্ত্রাসী বাহিনী এসে কাউকে প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শাহিন শরীফ জানান, পোনাবালিয়া ইউনিয়নে মোট ভেটার ১১ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৯২০ জন এবং মহিলা ৫ হাজার ৫৫৩ জন। আগামী ১৫ মে পোনাবালিয়া ইউপি নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে। আমরা সবগুলো কেন্দ্রকে গুরুত্ব দিচ্ছি। সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মো. আতিকুর রহমান/এএম/জেআইএম

আরও পড়ুন