ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লোকালয়ে হনুমান

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১২ মে ২০১৮

নওগাঁর মহাদেবপুরে হঠাৎ একটি হুনুমানের আগমণ ঘটেছে। গত তিনদিন থেকে উপজেলার মহিষবাথান গ্রামে হনুমানটি সর্বত্র বিচরণ করছে। স্থানীয় লোকজন হনুমানটি দেখতে ভিড় করছেন। তবে হনুমান এখনও পর্যন্ত কারো কোনো ধরনের ক্ষতি করেনি।

স্থানীয় জানায়, গত বৃহস্পতিবার থেকে উপজেলার মহিষবাথান গ্রামে হনুমানটির সর্বত্র দেখা মিলেছে। কোথায় থেকে কীভাবে এসেছে- তা কেউ বলতে পারছেন না। অস্থির এ প্রাণিটি গ্রামের ছুটে বেড়াচ্ছে। কখনও গাছের মগডালে, কখনও বাড়ির ছাদে। আবার কারো বাড়ির টিনের চালে অবস্থান করছে। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক মানুষ ও ছুটছে পিছুপিছু। মানুষগুলোকে দেখে হনুমানও অস্থিরতা বোধ করছে।

গত তিনদিন থেকে কোথাও কোনো খাবার না পেয়ে অনেকটা দূর্বল হয়ে পড়েছে হনুমানটি। তবে মাটিতে আসার পর অনেকে বিস্কুট ও কলা দিচ্ছেন। এলাকাবাসীর ধারনা করছেন ফলের গাড়িতে ফল খেতে খেতে অথবা ভারত থেকে দলছুট হয়ে চলে আসছে। খাবার সমস্যার কারণে লোকালয়ে খাবারের সন্ধানেও আসতে পারে। হনুমানটির মধ্যে এখনও শান্ত ভাব আছে। কারো কোনো ধরনের ক্ষতি করেনি।

মহাদেবপুর উপজেলা প্রাণ ও প্রকৃতি সংরক্ষণের সদস্য কাজী নাজমুল বলেন, হনুমানের কোনো ধরনের ক্ষতি না করতে গ্রামবাসীকে সচেতন করা হচ্ছে। গত বছরও একটি হনুমান এ উপজেলায় এসেছিল। পরে সেটি জেলার পোরশাতে চলে যায়। হনুমানটি উদ্ধারে আমরা বগুড়া জেলায় বন্যপ্রাণি বিভাগকে অবগত করেছি।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম হাবিবুল হাসান হনুমান আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। হনুমানটি উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

আব্বাস আলী/আরএ/আরআইপি

আরও পড়ুন