ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১২ মে ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৮০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী শহরের ফতেহপুরে রেলওয়ের ওভারপাসের নির্মাণ কাজের কারণে যানজট চরম আকার ধারণ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মহাসড়কে আটকা পড়া গাড়িগুলো চলছে ধীরে ধীরে। একদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড ও অপরদিকে কুমিল্লা পর্যন্ত ছড়িয়ে পড়েছে যানজট। ঢাকা থেকে ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টার পথে সময় লাগছে ১৬-১৭ ঘণ্টাও বেশি।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যানজট শনিবার সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের দক্ষিণে চট্টগ্রামের বারইয়ারহাট এবং উত্তরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদর ছাড়িয়ে উভয় দিকে অন্তত ৮০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত কুমিল্লার অংশে চৌদ্দগ্রামের হাড়িসর্দার পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানা পুলিশের ওসি আবুল ফয়সাল।

তিনি বলেন, যানজট নিরসনে থানা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে যানজটের কারণে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। মহাসড়কে আটকা পড়েছে হাজার হাজার পণ্যবাহী যানবাহন ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের জন্য এখন বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে দাউদকান্দি ও মেঘনা সেতুর দুটি টোল প্লাজা এবং দাউদকান্দির গোমতী সেতুর ওজন নিয়ন্ত্রণ স্কেল।

comilla-janjot

এছাড়া মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কারণে ঢাকা-চট্টগ্রাম যাতায়াতে যাত্রীদের দুর্ভোগ সীমাহীনভাবে বেড়ে গেছে।

যানজট প্রসঙ্গে ফেনী জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক জানান, ফতেহপুর এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণজনিত কারণে এই সড়কে একলেনে যানবাহন চলাচল করছে। ফলে চারলেনের যানবাহন একলেনে চলাচলের কারণে মহাসড়কে যানজট বাড়ছে। এছাড়া সড়কের খানাখন্দ ও বৃষ্টির কারণে যানবাহনের ধীরগতিও যানজটের কারণ।

এদিকে, ফেনী শহরের প্রবেশমুখে পুরাতন ঢাকা-চট্টগ্রাম সড়কটিতেও সংস্কারজনিত কারণে যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে। পাল্লা দিয়ে বাড়ছে যানজট।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী এস আলম পরিবহনের যাত্রী জাহিদ হাসান জানান, ফেনীর মহিপাল এলাকা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত পথে প্রায় ৫ ঘণ্টা যানজটে থেকে বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে এসে পৌঁছেছি। এমন দুর্ভোগ ফোরলেন মহাসড়কে আর দেখিনি।

সওজ ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন জানান, ঢাকা থেকে ফেনী শহরের প্রবেশপথ পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় শহরের জিরো পয়েন্ট পর্যন্ত ৭ কিলোমিটার এলাকায় সংস্কারকাজ চলায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এটি মহাসড়কে যানজট সৃষ্টির একটি কারণ।

comilla-janjot

তিনি বলেন, আবহাওয়া স্বাভাবিক থাকলে আগামী ২ মাসের মধ্যে কাজ শেষে সড়কটি খুলে দেয়া হবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর রেলওয়ে ওভারপাসের কাজটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, সপ্তাহের শুক্র ও শনিবার মহাসড়কের দাউদকান্দি অংশে তীব্র যানজট থাকলেও গত দু’দিনে কোনো যানজট ছিল না।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় চৌদ্দগ্রাম থানা পুলিশের ওসি আবুল ফয়সাল জানান, চৌদ্দগ্রাম উপজেলা সদর ছাড়িয়ে ঢাকা অভিমুখের হাড়িসর্দার পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, ফেনী রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজের কারণে চারলেনের গাড়ি একলেন দিয়ে চলাচল করায় গত দু’দিনে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। তবে হাইওয়ে পুলিশের চেষ্টায় যানজট কমে এসেছে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

আরও পড়ুন