ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভিন্ন আয়োজনে লক্ষ্মীপুরে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৩ মে ২০১৮

মা একটি মধুর নাম। মায়ের সঙ্গে পৃথিবীর অন্য কারো তুলনা করা যায় না। সন্তানদের ভালোর জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করেন মা। মায়ের ভালোবাসা পৃথিবীর অন্য সব ভালোবাসাকে হার মানায়। তাই মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে সন্তানদের উৎসাহী করতে লক্ষ্মীপুরে ভিন্নধর্মী আয়োজনে মা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ‘মা তোমায় ভালোবাসি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ১১ শ’ শিক্ষার্থী ও ৫ শতাধিক মা অংশগ্রহণ করেন। এসময় মায়েদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। দিনব্যাপী উৎসবমুখর আয়োজনে ছিল মায়ের পা ধুয়ে দেয়া, অনুভূতি প্রকাশ, মাকে নিয়ে লেখা দেয়াল পত্রিকা প্রকাশসহ নানান অনুষ্ঠান।

Lakshmipur

মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্তান তার নিজ হাতে মায়ের পা ধুয়ে দেয়। এ সময় অশ্রুসিক্ত মায়েরা তাদের সন্তানদের জন্য দোয়া করেন। অনুষ্ঠান শেষে তিনজনকে সেরা মা হিসেবে পুরস্কৃত করেন আয়োজকরা।

ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সুবজ বলেন, মায়ের প্রতি ভালোবাসা একদিনের জন্য নয় সারা বছর হওয়া উচিত। তাই দিবসটি উপলক্ষে মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের জন্য শিক্ষার্থীদের উৎসাহী করতে এ আয়োজন করা হয়েছে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

আরও পড়ুন