বগুড়ায় জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার
বগুড়ার শেরপুরে ইউনিয়ন জামায়াতের আমির জহির রায়হান তুফানিসহ সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শাহ বন্দেগী ইউনিয়ন জামায়াতের আমির খন্দকার টোলা গ্রামের জহির রায়হান তুফানি (৫৫), একই গ্রামের রতন হোসেন (২২), খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের আলমগীর হোসেন (৩৮), বিশালপুর ইউনিয়নের পানিসারা গ্রামের জেল হক (৪৫), খানপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের জাহিদুল ইসলাম (১৯), পৌর শহরের হাসপাতাল রোড এলাকার আসাদুজ্জামান (২১) ও খন্দকার পাড়ার সুজন ইসলাম (২০)।
শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জহির রায়হান, জেল হক ও আলমগীর একাধিক নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অপর চারজনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
লিমন বাসার/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন