ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বাকে নির্যাতন

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৪ মে ২০১৮

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যৌতুকের দাবিতে মুন্নী খাতুন (১৯) নামে এক অন্তঃসত্ত্বাকে নির্যাতন করেছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় ওই গৃহবধূর চাচাও আহত হয়েছেন। গৃহবধূ ও তার চাচাকে ভাঙ্গুরা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিত মুন্নীর স্বজনরা জানান, ৭ মাস আগে ভাঙ্গুরা উপজেলার চরভাঙ্গুরা অপদাবাধ গ্রামের আমজাদ হোসেনের মেয়ে মুন্নীর সঙ্গে একই গ্রামের ইসরাইল হোসেনের ছেলে জসিম উদ্দিনের বিয়ে হয়।

মুন্নী বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুকের দাবিতে মুন্নীকে নির্যাতন করে আসছিল স্বামী এবং তার বাড়ির লোকজন।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে এবং সোমবার সকালে মুন্নীকে নির্যাতন করা হয়। খবর পেয়ে মুন্নীর চাচা সোমবার সকাল ৮টার দিকে ভাতিজিকে আনতে গেলে তাকেও মারধর করা হয়। এ ঘটনার পর এলাকাবাসী মুন্নী এবং তার চাচাকে উদ্ধার করে ভাঙ্গুরা হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুরা থানা পুলিশের ওসি শেখ শাহীন কামাল বলেন, মুন্নীর বাবা আমজাদ হোসেন এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একে জামান/এএম/পিআর

আরও পড়ুন