স্কুলছাত্র হত্যায় ২ সহপাঠী গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার স্কুলছাত্র শাকিব হত্যার ঘটনার সঙ্গে জড়িত তার ২ সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নিহত শাকিবের মোটর সাইকেল ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মাহাবুব বলেন, গত কয়েক মাস আগে নারীঘটিত কারণে শাকিবের সঙ্গে তপুর মারামারি হয়। এর জের ধরে সোমবার সকালে তপু ও পাভেল শাকিবক কৌশলে ডেকে নেয়। এরপর তারা সন্ধ্যার আগে শাকিবকে বেড়ানো ও ছবি তোলার কথা বলে দামুড়হুদার ভালাইপুর কুঠির মাঠে নিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর তপু ও পাভেল শাকিবের মোটর সাইকেল, ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, পুলিশ এ ঘটনায় সোমবার রাতে অভিযান চালিয়ে তপু ও পাভেলকে গ্রেফতার করে। পরে তারা পুলিশের কাছে শাকিব হত্যার কথা স্বীকার করে এবং তাদের কাছে থেকে শাকিবের ব্যবহৃত সকল মালামাল জব্দ করে পুলিশ। এ ঘটনায় থানা মামলা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার সকালে শাকিবের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অদক্ষতার কারণে কম বেতনের চাকরিতেও বেশি খরচে বিদেশে যায় শ্রমিকরা
- ২ যৌথবাহিনীর অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু
- ৩ কুড়িগ্রামে বাড়ছে শীতের দাপট, ১২ ডিগ্রিতে তাপমাত্রা
- ৪ বাজারের অনিশ্চয়তায় থমকে আছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি
- ৫ ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেফতার