ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় মাঠে যুবকের গুলিবিদ্ধ মরদেহ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৫ মে ২০১৮

শহরের বেলগাছী গ্রামের গঙ্গাচরার মাঠ থেকে সান নামে (২২) এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সান চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝের পাড়ার হেলাল উদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন জনান, সকাল সাড়ে ৬টার দিকে কৃষকরা মাঠে গেলে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সানের মরদেহ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা সানকে অপহরণের পর হত্যা করে পালিয়ে যায়।

এফএ/পিআর

আরও পড়ুন