শিক্ষকের নির্যাতনে দিগম্বর চতুর্থ শ্রেণির ছাত্র
টাঙ্গাইলে নাগরপুর উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্র রেজা ইসলাম (১০) নামের এক ছাত্রকে শারীরিক নির্যাতন চালিয়ে দিগম্বর করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার সকালে ওই ছাত্রের বাবা আব্দুর রহমান অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার মামুদনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
নির্যাতনের শিকার স্কুলছাত্র রেজা ইসলাম মামুদনগর ইউনিয়নের চারাবাগ গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ছাত্রের বাবা আব্দুর রহমান ও ইউএনওর কার্যালয় সূত্র জানায়, তার ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র মো. রেজা ইসলাম মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় স্কুলে যায়। বিকেল পৌনে চারটার দুষ্টমির ছলে এক সহপাঠির মুখে ছাত্র রেজা ইসলামের হাতের সামান্য আঘাত লাগে। এ ঘটনায় প্রধান শিক্ষক আব্দুল জলিল ক্ষুদ্ধ হয়ে রেজাকে নিল ডাউন করে নির্মমভাবে স্কেল দিয়ে পিটিয়ে দিগম্বর করে ফেলে। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাকে টাওয়াল পড়িয়ে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেয়।
অভিযুক্ত মামুদনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, সহপাঠির গায়ে আঘাত করার কারণে এবং পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে ওই ছাত্রকে শাসন করা হয়েছে। তবে নির্যাতনের এক পর্যায়ে দিগম্বর হওয়ার ঘটনাটি তিনি অস্বীকার করেছেন।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা শাহীন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
আরিফ উর রহমান টগর/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার আইনজীবী কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা