গৃহবধূকে ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন
ছবি-ফাইল
টাঙ্গাইলে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে ধর্ষণ মামলায় দীর্ঘ ১৯ বছর পর তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট নাসিমুল আক্তার নাসিম বলেন, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের সংখ্যালঘু ওই গৃহবধূ বাসায় একা ছিলেন।
এ সময় একই গ্রামের হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া তাকে ধর্ষণ করে। পরে ওই নারী টাঙ্গাইল আদালতে নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রায় দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই টাঙ্গাইল কারাগারে আছে।
এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার আইনজীবী কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা