ট্রেনের ইঞ্জিনে উঠতে বারণ করায় চালককে মারধর
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইঞ্জিনে উঠতে বারণ করায় ট্রেনচালককে মারধর করেছে বখাটেরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কসবা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত ট্রেনচালক স্বপন কুমার দাসকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর গন্তব্যে ছেড়ে যায় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বিকেলে কসবা রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতির সময় একদল বখাটে যুবক ট্রেনের ইঞ্জিনে উঠে।
এ সময় চালক স্বপন কুমার দাস তাদের ইঞ্জিন থেকে নামতে বললে তারা ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করে। এ ঘটনায় আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে চালক ট্রেন চালাতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্টদের হস্তক্ষেপে ট্রেনটি বিকেল ৫টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ২ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৩ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৫ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন