ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১৮ মে ২০১৮

নীলফামারীর সৈয়দপুরে সাপের কামড়ে আমেনা বেগম (৫০) নামে এক নারী সাপুড়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়িতে মারা যান তিনি।

আমেনা বেগম কামারপুকুর ইউনিয়নের পঞ্চায়েতপাড়ার ভ্যানচালক আবদুস সামাদের স্ত্রী।

স্থানীয়রা জানান, রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে সাপ ধরতে গিয়েছিলেন আমেনা। সেখানে সাপের দংশনে গুরুতর আহত হলে বাড়িতে নিয়ে আসা হয় তাকে। পরে বাড়িতেই মারা যান তিনি।

কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএআর/পিআর

আরও পড়ুন