মির্জাপুরে পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ ও ছিনতাকারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ছিনতাইকারী নিহত হয়েছে। শনিবার রাত দুইটার দিকে মির্জাপুর-বালিয়া-উয়ার্শী সড়কের পুষ্টকামুরী দক্ষিণপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। পরে ছিনতাইকারীরা পালিয়ে গেলে পুলিশ একজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।
পুলিশ সূত্র জানান, শনিবার রাতে ওই সড়কের পুষ্টকামুরী ব্রিজের কাছে একদল ছিনতাকারী মুরগির গাড়ি থামিয়ে ছিনতাই করছিলো। এসময় টহলরত পুলিশ ওই ব্রিজের কাছে গেলে ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ওই স্থানে তল্লাশি চালিয়ে অজ্ঞাতপরিচয় এক ছিনতাইকারীকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জগামী পিকআপের চালক বিপ্লব জানান, রাত দুইটার দিকে গাড়ি নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলাম। এসময় পুলিশের এক কনস্টেবল তাকে সিগন্যাল দিয়ে বলেন, ওই দিকে যাওয়া যাবে না ছিনতাইকারী ও পুলিশের মধ্যে গুলি বিনিময় হচ্ছে। একজন মারা গেছে।
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তার বাম পাজোরে আঘাতের চিহৃ রয়েছে। এটি গুলির আঘাত না কি বলা যাচ্ছে না। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে উল্লেখ করেন।
এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার আইনজীবী কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা