সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৯
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমি দখল নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরামকাজী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে ছাদেক আলী (৫০), মিজানুর রহমান (২০), নূরুল আমীন (৬০) নজরুল ইসলাম (৩০), জাহানার বেগম (৩০), শাহাব উদ্দিন (৪৫), ও নূরুজ্জামান মিয়া (৪০) সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের মধ্যে লাল মিয়া (৬০) ও মিলন মিয়ার (১৩) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান মিয়া জাগো নিউজকে জানান, মনিরামকাজী গ্রামের মৃত কফিল উদ্দিন মিয়ার ছেলে নুরুজ্জামানের সঙ্গে পার্শ্ববর্তী উত্তর চন্দ্রপাড়া গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে আবদুস ছালামের জমি নিয়ে দ্বন্দ্ব ও বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে নুরুজ্জামান মিয়া ভাড়াটিয়া লোকজনসহ বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান। এসময় আবদুস ছালাম মিয়া বাঁধা দিলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে দুইদল সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন।
সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জাগো নিউজকে জানান, এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অমিত দাশ/এমজেড/পিআর