ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জাহাঙ্গীরের মতবিনিময়, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হাসানের

জাগো নিউজ ডেস্ক | গাজীপুর | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২১ মে ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম সোমবার দিনভর মতবিনিময় সভা করেছেন। তিনি নগরীর টঙ্গীর ৫৪, ৫৫ ও ৪৬ নং ওয়াডের্র কয়েকটি স্কুলের শিক্ষক, অভিভাবক এবং কারখানার শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ৪৬ নং ওয়ার্ডে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার মাহফিলে যোগ দেন।

বেলা ১১টার দিকে ৫৪ নং ওয়ার্ডে এ টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে, দুপুর আড়াইটার দিকে ৪৬ নং ওয়ার্ডে সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজে এবং বিকেলে একই ওয়ার্ডের নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে শিল্পাঞ্চলের পিনাকি গার্মেন্টসে শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন জাহাঙ্গীর আলম।

মতবিনিময়েকালে তিনি বলেন, শিক্ষকদের শক্তি আদর্শের শক্তি, আদর্শ শিক্ষকরাই পারে জনগণের কাছে আবেদনের মাধ্যমে একজন আদর্শ মানুষকে নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে। আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য পদ্ধতিগতভাবে একটি আধুনিক নগর করতে চাই। একটি গ্রীন সিটি, ক্লিন সিটি গড়ে তুলতে চাই।

এ সময় টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি এবং টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের গর্ভনিং কমিটির সভাপতি মো. ফজলুল হক, অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, শাহাজাউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী, টঙ্গী থানা যুবলীগের সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, আওয়ামী লীগ নেতা জালাল মাহমুদ, জাহাঙ্গীর আলম শেখ হাসান স্বপন, পিনাকী গার্মেন্টেসের পরিচালক মো. ফারুক হোসেন, সিও মো. মাহবুবুর রহমান, মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে নির্বাচনী সমাবেশ করার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। সোমবার বিকেলে তিনি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবর এ অভিযোগ দেন।

অভিযোগে হাসান উদ্দিন সরকার উল্লেখ করেন- গাজীপুর সিটি নির্বাচনী প্রক্রিয়া শুরু থেকেই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও তার সমর্থকেরা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছেন। সোমবার জাহাঙ্গীর আলম নগরীর ৫৪ নম্বর ওয়ার্ডের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে পাঠদান বন্ধ রেখে নির্বাচনী সভা করেন। উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ‘অভিভাবক সমাবেশ’ এর নামে এই নির্বাচনী সভার আয়োজন করেন। অধ্যক্ষ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘অভিভাবক সমাবেশ’ এর নামে এবং সাড়ে ১২টা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত ‘শিক্ষকদের সঙ্গে মতবিনিময়’ এর নামে প্রতিষ্ঠানটিতে দিনভর পাঠদান বন্ধ রেখে ‘নৌকা’ প্রতীকের নির্বাচনী সভা করেন।

প্রতিষ্ঠানটির নতুন ভবনের চার তলায় অভিভাবক সমাবেশের নামে আয়োজিত নির্বাচনী সভায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদানের অঙ্গীকার করেন। সভায় একটি নির্ধারিত ছকে অভিভাবকদের নাম, স্বাক্ষর ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়।

তিনি অভিযোগ করেন- নির্বাচনে ভোটারদের স্বাক্ষর জাল করে জাল ভোট প্রয়োগসহ অসৎ উপায় অবলম্বনের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। অনুষ্ঠান চলাকালে স্কুলের বেতনভুক্ত কর্মচারীদেরকে নৌকা প্রতীকের ব্যাজ ধারণে বাধ্য করা হয়। পরে একইভাবে ৪৭ নম্বর ওয়ার্ডে সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজেও নৌকা প্রতীকের নির্বাচনী সভা করেন এই মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম। এছাড়া গত ২০ মে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় সংসদ সদস্যের বাস ভবনে মন্ত্রী-এমপিসহ সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী সভা করেন।

হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়সূচি অনুযায়ী আগামী ১৮ জুন পর্যন্ত কোনো ধরণের নির্বাচনী প্রচারণার সুযোগ নেই। প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ও তার পক্ষে উল্লিখিত কর্মকাণ্ড‘সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা’ এর যথাক্রমে ২২, ২৪, ৩, ৫ ও ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া বলেন, আমার স্কুলে কোনো নির্বাচনী সভা হয়নি। জাহাঙ্গীর আলম স্কুলে দোয়া চাইতে এসেছিলেন।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

আরও পড়ুন