বায়েজিদের চিকিৎসা হচ্ছে শিশু হাসপাতালে
গাজীপুরের শ্রীপুরে অসহায় বায়েজীদের চিকিৎসা ঢাকা শিশু হাসপাতালে শুরু হয়েছে। গতকাল সোমবার তাকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১৯ মে ‘অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না বাবা’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর শিশু বায়েজীদকে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের যুগ্ন-মহাসচিব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু জানান, জাগো নিউজে অসহায় পরিবারের সন্তান শিশু বায়েজীদের অসুস্থতার সংবাদ দেখে তিনি তার চিকিৎসার ব্যবস্থা করেন। সোমবার সকালে শ্রীপুর উপজেলার যুবদল নেতা বিল্লাল হোসেন শিশু বায়েজীদের বাড়ি শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রাম থেকে তাকে নিয়ে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান।
ঢাকা শিশু হাসপাতালের কনসালটেন্ট ডা. শাহজাহান জানান, শিশুটি হাসপাতালের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন বাবলুর অধীনে হাসপাতাল ভবনের তৃতীয় তলার ৫নং ওয়ার্ডের ৩৬নাম্বার বেডে চিকিৎসাধীন আছে।
এদিকে শিশু বায়েজীদ হাসানের বাবা শফিকুল ইসলাম তার সন্তানের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের যুগ্ন-মহাসচিব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংবাদিক এসএম সোহেল রানা, ফয়সাল আহমেদ, রুহুল আমীনসহ শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিহাব খান/আরএআর/এমএস