ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ৫ হাজার লিটার মদসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২২ মে ২০১৮

গাজীপুরে ৫ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ দুইজনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া ফাঁড়ির পুলিশ।

গ্রেফতাররা হলেন- কুমার খাদা এলাকার মৃত হাবিবুল্লার ছেলে মো. মামুন মিয়া (৩০) ও শ্রী সুর্বণ চন্দ্র বর্মনের ছেলে সম্বু চন্দ্র বর্মন (৪০)।

পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে তার সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের দক্ষিণ পাশের এলাকার কুমারখাদায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেক ৫ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

আরও পড়ুন