ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নলছিটিতে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ : ঠিকাদারকে নোটিশ

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ১০:২৮ এএম, ২৩ মে ২০১৮

নলছিটি ত্রাণ ও পুনর্বাসন দফতরের আওতায় সড়ক নির্মাণ কাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করে নোটিশ দিয়েছে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্তৃপক্ষ।

জানা গেছে উপজেলার ১০ ইউনিয়নে ৬টি প্যাকেজে ১৬টি সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। ৩ কোটি ৪১ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে হেরিংবন পদ্ধতিতে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। কিন্তু শুরু থেকেই এ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিটি সড়ক নির্মাণে ১৬ থেকে ২২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে নির্মাণাধীন এসব সড়কে দুই ইঞ্চি পরিমাণ বালি দিয়ে তার উপরে এক নম্বর ইট বিছানোর কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা করা হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, কাজে যে ইট ব্যবহার করা হচ্ছে তা খুবই নিম্নমানের।

সরেজমিনে দেখা যায় সিদ্ধকাঠী ইউনিয়নের মালোয়ার ইউছুফের দোকানের সামনে থেকে চৌকিদার বাড়ি পর্যন্ত ১৫০০ ফুট সড়কের কাজ চলমান। ইতোমধ্যে এ সড়কের প্রায় ৩৫০ ফুট কাজ নিম্নমানের ইট দিয়ে করেছেন ঠিকাদার আক্তার হোসেন।

এছাড়া কুশঙ্গল ইউনিয়নের মুখিয়া মসজিদ থেকে বিন্দুঘোষ পর্যন্ত ২ হাজার ৪শ’ফুট রাস্তার জন্য বরাদ্দ ২৪ লাখ টাকা। এখানেও নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে ঠিকাদারের ভয়ে এ বিষয়ে কেউ প্রতিবাদ বা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তারা অভিযোগ করেন, সরকার দলীয় লোকজন এ কাজ করায় এদিকে কর্তৃপক্ষের নজরদারি নেই বললেই চলে।

এ ব্যাপারে ঠিকাদার আক্তার হোসেন বলেন, ‘আমার লাইসেন্সে কার্যাদেশ হলেও আমি কাজ করছি না। তাই এ বিষয়ে আমার বলার কিছুই নেই।’

উপজেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, ‘কাজের শুরুতে কয়েকটি অনিয়মের অভিযোগ পেয়েছি। তাই ঠিকাদারকে সতর্ক করে নোটিশ দেয়ার পর তা সংশোধন করা হয়েছে। এখন কাজ ঠিকমতই চলছে। ইতোমধ্যেই ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।’

মো. আতিকুর রহমান/এমএমজেড/এমএস

আরও পড়ুন