ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রেলওয়ে পুলিশের সঙ্গে টিকিট পরীক্ষকের হাতাহাতি

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৩ মে ২০১৮

রেলওয়ে পুলিশের (জিআরপি) জিম্মায় থাকা চার ট্রেন যাত্রীকে টিকিট করানোর বিষয়কে কেন্দ্র করে রেল পুলিশের সঙ্গে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের হাতাহাতির ঘটনা ঘটেছে। কর্তব্যরত টিকিট পরীক্ষককে প্রাণনাশের হুমকি দিয়েছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

বুধবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন হয়ে চিলাহাটি গামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে খুলনা থেকে বিনা টিকিটের ৪ জন যাত্রীকে ‘ঠ’ বগিতে পাওয়া যায়।

এ সময় খুলনার ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আল-মামুন ওই চার ট্রেন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন। এতে রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ খুলনার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন ক্ষীপ্ত হয়ে টিকিট পরিদর্শক মামুনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন।

একপর্যায়ে রেলওয়ে কনস্টেবল শামসুল ইসলাম ও আব্দুর রহমানের সঙ্গে ট্রেনের ভেতরেই আল-মামুনের হাতাহাতি শুরু হয়। ঘটনার একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিলে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে নেমে পড়েন। পরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে চড়ে পাকশী রেলওয়ের বিভাগীয় কর্মকর্তাদের কাছে বিষয়টি অবগত করেন।

ট্রেনে থাকা কর্তব্যরত চালক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ট্রেনের পেছনের গার্ডরুমে ছিলাম। ভেতরে কন্ট্রাক্টর গার্ড না থাকায় এ ঘটনা ঘটেছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি

আরও পড়ুন