ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:১৩ পিএম, ৩১ জুলাই ২০১৫

কুমিল্লার বাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের শ্বশুরবাড়ি থেকে উম্মে আয়মন সুলতানা স্বর্না (২২) নামের এক মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি স্বর্নার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে গলাটিপে হত্যা করে বাড়ি ছেড়ে পালিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শশীদল গ্রামের ডা: আবদুল খালেকের কন্যা স্বর্নার সাথে এক বছর পূর্বে একই গ্রামের নান্নু মিয়ার ছেলে জামিল হোসেন ইমনের প্রেম করে বিয়ে হয়। উভয়ই কুমিল্লার ইষ্টার্ন মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।

স্বর্নার ভগ্নিপতি জাকির হোসেন জানান, জামিল প্রেম করে বিয়ে করেছিল, তাই তার পরিবার এ বিয়ে মেনে নিতে পারেনি বলে সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। শুক্রবার সন্ধ্যায় জামিল তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়। নিহতের আত্বীয় ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত সোয়া ১০টায় ব্রাহ্মণপাড়া থানার এস.আই  ফরহাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এস.এম বদিউজ্জামান জানান, কিভাবে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, শনিবার লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

মো: কামাল উদ্দিন/এআরএস