ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৪ মে ২০১৮

শেরপুরের ঝিনাইগাতীতে ফজিলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফজিলা খাতুন হাতিবান্ধা গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ফজিলা। বৃহস্পতিবার ভোরে ওই বৃদ্ধার পুত্রবধূ তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করলে বসতবাড়ীর পশ্চিম পাশে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই বৃদ্ধার সন্তানদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা তদন্ত করা হচ্ছে।

হাকিম বাবুল/এফএ/পিআর

আরও পড়ুন