বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
পাবনার আটঘরিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো- পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাফাত হোসেন (১৬), একই গ্রামের রাজু প্রামানিকের ছেলে রোহান হোসেন (১৫)।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে পাবনা থেকে নিশি অনন্য নামের একটি যাত্রীবাহী বাস চাটমোহরে যাচ্ছিল। বাসটি আটঘরিয়া উপজেলার উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী রাফাত ও রোহান নিহত হয়। গুরুতর আহত অন্যজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেও মারা যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে যাত্রীবাহী বাসটি আটক করতে পারেনি পুলিশ।
একে জামান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের