ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢেঁড়সের কেজি ৩ টাকা

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৪ মে ২০১৮

পটুয়াখালীতে ঢেঁড়সের বাম্পার ফলন হয়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় ঢেঁড়সের দামও কম। মৌসুমের শুরুতে কিছুটা দাম থাকলেও এখন পাইকারী বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩-৫ টাকা আর খুচরা বাজারে তা ৫-১০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ২০৪ হেক্টর জমিতে ঢেঁড়স আবাদ করা হয়েছে। এতে মোট ১ হাজার ৫৩০ মেট্রিক টন ঢেঁড়স উৎপাদন হবে। গত বছর জেলায় ১৮৯ হেক্টর জমিতে ঢেঁড়স আবাদ করায় এক হাজার ৩৮৩ মেট্রিক টন ঢেঁড়স উৎপাদন হয়েছিল। বিশেষ করে সদর উপজেলা, বাউফল, গলাচিপা, দশমিনা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকীর অংশিক এলাকায় ঢেঁড়স চাষ করা হয়েছে। ঢেঁড়স আবাদও হয়েছে ভালো। মৌসুমের শুরুতে খুচরা বাজারে প্রতিকেজি ঢেঁড়স ৩০-৩২ টাকা দরে বিক্রি হয়। ক্রমান্বয়ে ঢেঁড়সের দাম কমতে কমতে ১৫-২০ টাকায় পৌঁছায়। কিন্তু গত এক সপ্তাহ থেকে সেই দাম আরও কমে ৫-১০ টাকায় এসে ঠেকেছে।

বাউফলের ধানদী গ্রামের তাসলিমা বেগম বলেন, আমন ওঠার পরে বাড়ির পাশে পরে থাকা জমিতে ঢেঁড়স চাষে লাভের মুখ দেখেছি। ঢেঁড়স গাছে পোকা-মাকড়ের আক্রমণও কম হয়। সার ওষুধও তেমন দরকার হয় না। সময় মতো বৃষ্টি হলে সেচ দিতে হয় না। তাই কম খরচে অধিক লাভ করা যায়। এ বছরও ঢেঁড়সের বাম্পার ফলন হয়েছে।

শহরের নিউ মার্কেটের সবজি ব্যবসায়ী করিম মিয়া বলেন, মৌসুমের শুরুতে ঢেঁড়সের দাম ভালো ছিল। কিন্তু বর্তমানে বাজারে ঢেঁড়সের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কম।

শহরের নিউ মার্কেট এলাকার আড়তদার মো. আসলাম বলেন, বাজারে ঢেঁড়সের আমদানি বেশি থাকায় দাম কম।

শহরের নিউ মার্কেট এলাকার মৃধা ভান্ডারের পরিচালক মো. আরিফ হোসেন বলেন, মৌসুমের শুরুতে পাইকারী বাজারে এক মণ ঢেঁড়স ১৫০০-১৬০০ টাকা দরে বিক্রি হয়। ক্রমান্বয়ে ঢেঁড়সের দাম কমতে কমতে ১০০০ টাকায় পৌঁছায়। কিন্তু গত এক সপ্তাহ থেকে সেই দাম আরও কমে গিয়ে মাত্র ১০০ টাকায় এসে ঠেকেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত বলেন, রোজার সময় ঢেঁড়সের প্রতি মানুষের চাহিদা কম থাকে। বাজারে পর্যাপ্ত সরবরাহ ও চাহিদা কম থাকায় ঢেঁড়সের বাজার দর কম। তবে রোজার শেষ ভাগে ঢেঁড়সের বাজার দর বাড়বে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

আরও পড়ুন