ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে পোশাক শ্রমিকের আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৫ মে ২০১৮

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে আজমিরা (২২) নামে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন। শুক্রবার ইফতারের পর শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজমিরা ময়মনসিংহ জেলার পাগলা থানার বারইহাটি গ্রামের বাদল মিয়ার স্ত্রী। তিনি স্বামীসহ চন্নাপাড়া গ্রামের হুমায়ুন আহমেদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন। তার স্বামী নির্মাণ শ্রমিকের কাজ করেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, বিভিন্ন সময় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লাগতো। এরই জেরে শুক্রবার ইফতারের পর নিজ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আজমিরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিহাব খান/আরএআর/পিআর

আরও পড়ুন