ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে ঈদবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৬ মে ২০১৮

লক্ষ্মীপুর সদরে তিন হাজার অসহায় নারী-পুরুষকে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। শনিবার দিনব্যাপী অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে উপজেলার ৫টি ইউনিয়নে সামগ্রী এসব দেয়া হয়।

ট্রাস্ট সূত্র জানায়, প্রতি বছর অসহায় মানুষকে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী দেয়া হয়। এর ধারাবাহিতকায় শনিবার সদর উপজেলার মান্দারী, হাজিরপাড়া, চন্দ্রগঞ্জ, দিঘলী ও কুশাখালী ইউনিয়নের দুই হাজার নারী পুরুষকে শাড়ি-লুঙ্গি দেয়া হয়েছে। প্রত্যেক ইউনিয়নে ৪শ’ শাড়ি-লুঙ্গি দেয়া হয়। এছাড়া উপজেলার বটতলি গ্রামের ট্রাস্টের কার্যালয়ে এক হাজার মানুষকে চাল, আলু, পেঁয়াজ, তেল ও ছোলাসহ ইফতার সামগ্রী দেয়া হয়।

ঈদব্স্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- ট্রাস্টের চেয়ারম্যান ও কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, সামছুল ইসলাম বাবুল পাটওয়ারী, নুরুল ইসলাম বাবুল, শেখ মুজিব ও নুরুল আমিন।

এ ব্যাপারে এমএ সাত্তার বলেন, মানবিক সমাজ গঠনে সরকারের পাশাপাশি বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। রমজানে গরিব-দুঃখী মানুষ কষ্টে থাকে। এ জন্য ৩ হাজার মানুষকে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে রমজানে উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের এ কার্যক্রম চলবে।

কাজল কায়েস/এএম/এমএস

আরও পড়ুন