ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিকআপ চাপায় ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৭ মে ২০১৮

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় শাহাদত হোসেন (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযাগ মহাসড়কের উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদত হোসেন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের স্বল্প মাহমুদপুর গ্রামের ইউসুব আলীর ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, দুপুরে ভ্যান চালক শাহাদত সীমান্ত বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এত ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু /আরএ/জেআইএম

আরও পড়ুন