ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুটকেসবন্দি যুবকের মরদেহ

সাভার | প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৮ মে ২০১৮

ঢাকার পার্শ্ববর্তী উপজেলা ধামরাইয়ে মস্তক বিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গারাইল কালিমন্দিরের পাশে ফসলের খেত থেকে সুটকেসবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিভাবে ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে ফসলের মাঠে একটি রক্তাক্ত সুটকেস পরে থাকতে দেখে বিষয়টি তাদের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ সুটকেস খুলে পলিথিন ও চাদর মোড়ানো মস্তক বিহীন এক যুবকের মরদেহ দেখতে পায়।

ধামরাই মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল করিম জানান, আঙ্গুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয় পত্রের ডাটাবেজ থেকে যুবকের পরিচয় সনাক্ত এবং মাথা উদ্ধারের চেষ্টা চলছে। এসব পাওয়া গেলেই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা সহজ হবে বলে জানান তিনি।

আল-মামুন/আরএ/পিআর

আরও পড়ুন