মাদকবিরোধী অভিযান, মা ও দুই ছেলে গ্রেফতার
নীলফামারীর ডিমলা উপজেলায় চলমান মাদকবিরোধী অভিযানে এক মা ও তার দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিমলা থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামে অভিযান চালিয়ে মহুবার রহমানের বাড়ির সামনে থেকে তার স্ত্রী মাদক ব্যবসায়ী সামিনা বেগম (৫০), তার দুই ছেলে সাদেকুল ইসলাম (২২) ও বাচ্চা বাউকে (১৮) গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে কারাগারে পাঠিয়েছে বলেও জানান ওসি মফিজ উদ্দিন শেখ।
জাহেদুল ইসলাম/এএম/জেআইএম