ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৫:০২ পিএম, ৩০ মে ২০১৮

কিশোরগঞ্জে চার বছরের শিশু আফরোজাকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি শাহ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরন শংকর হালদার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

রায়ে শিশুটিকে অপহরণের দায়ে আসামি শাহ আলমকে ১৪ বছরের কারাদণ্ড এবং ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়াও তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামালার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৬ মে রাত সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল মসজিদ রোড এলাকার বাসিন্দা নয়ন মিয়ার চার বছরের শিশুকন্যা আফরোজাকে ঘুমন্ত অবস্থায় মায়ের কাছ থেকে অপহরণ করে একই একই এলাকার ফালু মিয়ার বখাটে ছেলে শাহ আলম (২২)। শিশুটিকে বাড়ির অদূরে মসজিদের পাশে নিয়ে ধর্ষণের পর হত্যা করে সে। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাসুরারচর এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার ১৭ মে শিশুটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৮ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার এসআই মুশফিকুর রহমান আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভেোকেট এম এ আফজাল ও আসামিপক্ষে অ্যাডভেোকেট আবু বকর সিদ্দিক মামলাটি পরিচালনা করেন।

নূর মোহাম্মদ/আরএআর/পিআর

আরও পড়ুন