শিমুলিয়া ঘাটে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
আসন্ন ঈদকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া এ অভিযান চালান।
প্রথমে বিভিন্ন ফল, মোবাইল, বিস্কুটের দোকান উচ্ছেদ করা হয়। পরে গাড়ি পার্কিংয়ের জায়গায় যেসব অবৈধ টং দোকান রয়েছে সেসব দোকানগুলোকে ভ্যাকু দিয়ে ভেঙে উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া জানান, প্যাসেঞ্জার সেটের ভেতর হতে অবৈধ ফল-বিস্কুটের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। পাকিং ইয়র্ডে যে সকল অবৈধ দোকানপাট ছিল তাও উচ্ছেদ করা হয়েছে। তবে যাদের অনুমোদন রয়েছে কেবল মাত্র সেসকল দোকানপাট উচ্ছেদ করা হয়নি। এখন ঈদের সময় আর যাত্রীদের এসব অবৈধ দোকানপাটের জন্য ভোগান্তি পোহাতে হবে না। যাত্রীরা নির্বিঘ্নে প্যাসেঞ্জার সেটের ভেতর দিয়ে চলাফেরা করতে পারবে। পাকিং ইয়ার্ডেও এ নিয়ে কোনো যানজটের সৃষ্টি হবে না বলে জানান তিনি।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএ/পিআর