ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০১ জুন ২০১৮

ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানার এসআই নজরুল ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার গেরদা এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মন্টু মিয়াকে (২৭) আটক করেন। আটক মন্টু মিয়ার বাড়ী ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা এলাকায়।

অপরদিকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দি মাতুব্বরের ডাঙ্গি গ্রামে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে (১৯) আটক করেন কোতয়ালী থানা পুলিশের এসআই আবদুল গাফফার। সালাউদ্দিনের বাড়ি ওই এলাকাতেই।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, আটক মাদক ব্যবসায়ীদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরএআর/এমএস

আরও পড়ুন