শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো না বিলকিছের
প্রতীকী ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিলকিছ পারভীন (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘোড়াপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ওই গৃহবধূর স্বামী কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. আবু হাসান (৩৬) আহত হয়েছেন। আহত হাসানকে নলতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বিলকিছ পারভীন তার স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে নলতার রহিমপুর গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। ঘোড়াপোতা নামক স্থানে কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস ক্রসিংয়ের সময় রাস্তার দুপাশ ভাঙা থাকায় মোটরসাইকেলের চাকা রাস্তার পাশে নেমে যায়। এতে কাত হয়ে রাস্তার ওপর পড়ে যান বিলকিছ। এ সময় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিলকিছ নিহত হন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস