ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৯:২০ পিএম, ০১ জুন ২০১৮

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন খান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে সুজয় খান (২০) আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৬টায় কালীগঞ্জ-টঙ্গী সড়কের কাাজিবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের খিলগাঁও গ্রামের মৃত মোফাজ্জল হোসেন খানের ছেলে। আহত সুজয় নিহত রুহুল আমিনের ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস জানান, শুক্রবার বিকেলে বাবা-ছেলে একটি মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জের দিকে আসছিলেন। এ সময় কালীগঞ্জ-টঙ্গী সড়কের কাজী বাড়ি নামকস্থানে টঙ্গীগামী বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিন নিহত হন। আহত হন ছেলে সুজয়। স্থানীয়রা আহত সুজয়কে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে পাঠায়। এ ঘটনায় উত্তেজিত জনতা চালক ও হেলপারসহ খুঁটিবোঝাই ট্রাকটি ওই সড়কের শিমুলীয়া নামক স্থান থেকে আটক করে।

আব্দুর রহমান আরমান/আরএআর/এমএস

আরও পড়ুন