ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রায়পুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি | লক্ষীপুর | প্রকাশিত: ১১:১১ এএম, ০৩ জুন ২০১৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার রায়পুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান নিশানসহ ৮ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রায়পুর অডিটরিয়াম ও রাতে ট্রাফিক মোড়ে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, রায়পুর অডিটরিয়ামের উপজেলা কমিটির উদ্যোগে জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউর করিম নিশানের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অডিটরিয়ামের দ্বিতীয় তলায় মো. জাহিদ ও মেহেদী হাসান নিশানের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ ও বেশ কয়েকটি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নিশান, সাগর, সুজন, অরুন হাসানসহ ৮ নেতাকর্মী আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ বলেন, আমাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল হয়েছে। সেখানে কোনো মারামারি এবং ভাঙচুর হয়নি।

কাজল কায়েস/এফএ/জেআইএম

আরও পড়ুন