প্রবাসী স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
ছবি-প্রতীকী
নওগাঁর রানীনগরে প্রবাসী স্ত্রীর ওপর অভিমান করে মানিক শেখ (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার রাতে উপজেলার চকাদিন গ্রামে এ ঘটনা ঘটে।
মানিক শেখ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ উপজেলার আমনুরা পাওয়েল গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং স্ত্রী দিলরুবা রানীনগর উপজেলার চকাদিন গ্রামের বাছেদ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে রানীনগর উপজেলার চকাদীন গ্রামে এসে লেপ, তোষক ও বালিশ তৈরি করে ব্যবসা শুরু করেন মানিক শেখ। এ সুবাদে গ্রামের বাছেদ আলীর মেয়ে দিলরুবাকে বিয়ে করে সংসার শুরু করেন। তাদের সংসার তিন ছেলে রয়েছে। সংসারে স্বচ্ছলতা আনতে গত দুই বছর আগে দিলরুবা সৌদি আরবে যান। বাংলাদেশি নারী শ্রমিকরা যখন বিভিন্ন কারণে দেশে ফিরে আসছে তখন স্বামী মানিক শেখ স্ত্রীকে বাড়িতে আসতে বলেন। গত প্রায় তিন-চার মাস ধরে দিলরুবাকে দেশে আসতে তাগাদা দেয়া হচ্ছিল। কিন্তু কাগজপত্রের জটিলতার কারণে আসতে পারছে না বলে জানানো হয়।
এদিকে মানিকের বন্ধুরা প্রচার করতে থাকে সৌদিতে তার স্ত্রী দিলরুবা অন্য কাউকে বিয়ে করে সংসার করছেন। এনিয়ে রোববার রাতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথাও হয়। ক্ষোভের বসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে বলে জানায় মানিক শেখ। কথা বলার এক পর্যায়ে দিলরুবার মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়। দিলরুবা তার মা নাজিরা বিবিকে বিষয়টি জানালে দ্রুত মানিকের বাড়িতে গিয়ে জানালা দিয়ে দেখেন গলায় ফাঁস দিয়ে মানিক ঝুলে আছে। পরে পুলিশে সংবাদ দিলে সোমবার সকালে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, স্ত্রী প্রবাশে থাকায় পারিবারিক কলহের জের ধরেই মানিক শেখ আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আব্বাস আলী/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ