ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে নিয়োগের ৩ মাস পরও যোগ দেননি সাব-রেজিস্ট্রার

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৫ জুন ২০১৮

ঝালকাঠিতে নিয়োগের ৩ মাস পরও যোগ দেননি সাব-রেজিস্ট্রার। এতে দলিল সম্পাদনের কার্যক্রম বন্ধ রয়েছে। অনেকেই দূর-দূরান্ত থেকে এসে হয়রানি হচ্ছেন।

জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সনের ফেব্রুয়ারি মাসে উপজেলা সাব-রেজিস্ট্রার আবুল বাশার পদোন্নতি নিয়ে মাগুরায় যোগ দেন। এরপর থেকেই পদটি শূন্য হয়। এরপর আরেকজনকে নিয়োগ দেয়া হলেও তিনি এখন পর্যন্ত যোগদান করেননি।

এ কারণে গত ৩ মার্চ ২০১৮ তারিখ নলছিটি উপজেলা সাব-রেজিস্ট্রার এসএম আদনান নোমানকে শূন্য পদে অতিরিক্ত দায়িত্বে দেয়া হয়। তিনি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার ঝালকাঠিতে এসে দলিল সম্পাদনের কাজ করেন।

অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলায় বছরে প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার দলিল সম্পাদন হয়ে থাকে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ মে পর্যন্ত ১ হাজার ৪৬২টি দলিল সম্পাদন হয়েছে। যা বিগত বার্ষিক হিসাবের তুলনায় অনেক কম।

এ কারণে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সেই সঙ্গে কর্মকর্তা না থাকায় আদালতের প্রয়োজনীয় দলিলের নকল কপি সময়মতো এখান থেকে নেয়া সম্ভব হচ্ছে না। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দলিল করতে এসে সাধারণ মানুষ হতাশ হয়ে ফিরে যাচ্ছে।

দলিল সম্পাদন করতে আসা সেতারা বেগম বলেন, গত রোববার ৪-৫ জন নারী দলিল করতে এসে শুনি কর্মকর্তা না থাকায় দলিল রেজিস্ট্রি করা যাবে না। টাকা খরচ করে রোজা রেখে দূর থেকে এসে দলিল না হওয়ায় ফিরে যাচ্ছি। এভাবে আর কতদিন হয়রানি হবো।

আনোয়ারা বেগম বলেন, আমি জানতাম রোব ও সোমবার দলিল হয়। আজ এসে শুনি হবে না।

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নলছিটির উপজেলা সাব-রেজিস্ট্রার এসএম আদনান নোমান জানান, সাময়িক এ সমস্যার জন্য নলছিটি ও ঝালকাঠি দু’জায়গায়ই আমাকে কাজ করতে হচ্ছে। তবে এতে নলছিটিতে সামান্য কাজের বিঘ্ন হলেও সপ্তাহে দু’দিন ঝালকাঠির কাজ চালিয়ে নিচ্ছি।

এ প্রসঙ্গে জেলা সাব-রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন জানান, শূন্য পদে যাকে দেয়া হয়েছে সে কেন যোগদান করছে না তা আমার বোধগম্য নয়। শুনেছি তিনি অসুস্থতার কারণে এখানে আসতে চাচ্ছেন না। তাই নলছিটি কর্মকর্তাকে দিয়ে আপাতত কাজ চালিয়ে নেয়া হচ্ছে।

মো. আতিকুর রহমান/এএম/এমএস

আরও পড়ুন