ফরিদপুরে দুই প্রতারক শ্রীঘরে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর বাজার থেকে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- নড়াইলের কালিয়া উপজেলা কালিনগর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে মো. ওহিদুজ্জামান (৩৫) ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মঙ্গলগাতী গ্রামের হাফিজার রহমানের ছেলে মেজবাউর রহমান (৩৭)।

জানা যায়, সোমবার রাতে বোয়ালমারী বাজারের বিভিন্ন রেষ্টুরেন্ট ও বেকারি থেকে বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের ভুয়া সনদ ও সদস্যপদ দেয়ার নাম করে টাকা আদায় করছিল দুই ব্যক্তি। তাদের আচরণ সন্দেহজনক হলে ব্যবসায়ী অ্যাসিল্যান্ডকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছে থেকে ফাউন্ডেশনের সনদ, সদস্য পদের রশিদ বই, আদায়কৃত ১৯৫০ টাকা, ৩টি মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। সনদে ফাউন্ডেশনে চেয়ারম্যান হিসেবে লায়ন মো. নুরুল ইসলামের পরিচয় দেয়া হয়েছে।
থানা সূত্র জানায়, ওই দুই প্রতারক ফরিদপুর জেলা শহর ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন বাজারের রেষ্টুরেন্ট ও বেকারী থেকে ভুয়া সনদ ও সদস্যপদের কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে। ওই দুইজন ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক।
বেকারি মালিক আইয়ুব আলী বলেন,‘তারা আমার বেকারিতে এসে বলে আমাদের সদস্যপদ ও ফাউন্ডেশনের সনদ নিলে কোনো মোবাইল কোর্ট অভিযান চালাতে পারবে না। বিষয়টি আমার সন্দেহ হলে এসিল্যান্ড মুহাম্মদ ওয়াসিকুল ইসলামকে জানালে তিনি তাদের গ্রেফতারের ব্যবস্থা করেন। এ ঘটনায় সোমবার রাতে তিনি বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন।’

এ বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. নুরুল ইসলাম জানান, আমার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করা আছে। এ প্রতিষ্ঠানের সদস্যপদ দেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই। তবে অর্থ আদায়ের কোনো নির্দেশনা নাই। সারা দেশব্যাপী আমাদের কার্যক্রম চলছে। কে কোথায় কী করছে বিস্তারিত জানা সম্ভব নয়। যদি কেউ অন্যায়ভাবে টাকা আদায় করে তার ব্যাপারে কোনো ছাড় নেই।
বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে।
আরএ/আরআইপি