ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী রিগ্যান নিহত

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৫ জুন ২০১৮

চলমান মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী রিগ্যান (৩২) নিহত হয়েছেন। পুলিশের দাবি, অভিযানের সময় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।

নিহত রিগ্যান চকসুত্রাপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। ফুলবাড়ি এলাকায় বসবাস করছিলেন তিনি। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযানের সময় রিগ্যানের কাছে থেকে ২০০ পিস ইয়াবা ও দুটি চাপতি উদ্ধার করা হয়েছে। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে মাদকের আদান-প্রদানসহ হাত বদল হচ্ছে- এমন খবরের ভিত্তিতে সেখানকার একটি বেসরকারি কর্মাস কলেজের পাশে অভিযান চালায় ডিবি।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় রিগ্যানকে। তার কাছ থেকে ইয়াবা ও চাপাতি উদ্ধার করা হয়।

আহত রিগ্যানকে চিকিৎসার জন্য বগুড়া মহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিগ্যান। নিহত রিগ্যান পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিল বলে দাবি পুলিশের।

লিমন বাসার/এএম/এমএস

আরও পড়ুন