রংপুরে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু
ছবি-ফাইল
রংপুরের বদরগঞ্জ উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বদরগঞ্জ পৌরসভার সাহাপুর মাষ্টারপাড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আয়েশা খাতুন (৫০) এবং রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট রহমতপুর গ্রামের সামসুল হকের ছেলে আলমগীর হোসেন (২৪)।
নিহতদের পবিবারের বরাত দিয়ে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জাগো নিউজকে জানান, বৃষ্টির সময় বাড়ির পাশে বেঁধে রাখা গরু ঘরে নেয়ার সময় পথে বজ্রপাতে মারা যান আয়েশা খাতুন। আর বাড়ির বাইরে বৃষ্টিতে গোসল করার সময় বজ্রপাতে আলমগীর হোসেনের মৃত্যু হয়।
জিতু কবীর/আরএ/জেআইএম