ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৭ জুন ২০১৮

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের সুতাশী গ্রামে অভিযান চালিয়ে ইউপি সদস্য মতি কাজীকে আটক করা হয়।

র‌্যাব-৮ সূত্র জানায়, দুপুরে বোয়ালমারী সদর ইউনিয়নের সুতাশী গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. মতি কাজীকে (৪২) আটক করা হয়। আটক মতি কাজী বোয়ালমারী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, জনপ্রতিনিধির ছদ্মবেশে মতি কাজী দীর্ঘদিন ধরে বোয়ালমারী উপজেলা এলাকায় নিষিদ্ধ ইয়াবা সেবন ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, ইয়াবাসহ আটককৃত ইউপি সদস্য মতি কাজীকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

এএম/জেআইএম

আরও পড়ুন