এসআইকে মারতে মারতে থানার বাইরে নিলেন আ. লীগ নেতা
পুলিশের এক এসআইকে মারতে মারতে থানার বাইরে নিয়ে গেলেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। ময়মনসিংহের গৌরীপুর থানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রুকনুজ্জামান পল্লবকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রুকনুজ্জামান পল্লব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, মাদক সেবনের অভিযোগে গ্রেফতারকৃতদের ছাড়াতে না পেরে পুলিশের ওই এসআইকে মারতে মারতে থানার বাইরে নিয়ে যান আওয়ামী লীগ নেতা রুকনুজ্জামান পল্লব।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানা পুলিশের ওসি দেলোয়ার আহাম্মদ বলেন, শুক্রবার রাতে তিন মাদকসেবীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে তাদের ছাড়াতে আসেন রুকনুজ্জামান। আসামি না ছাড়ায় এসআই হাসানুজ্জামানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পল্লব তাকে মারতে শুরু করেন। বেধড়ক মারতে মারতে থানার ভেতর থেকে বাইরে নিয়ে যান। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। মারধরে এসআইয়ের পোশাকের বোতাম ও নেমপ্লেট ছিঁড়ে যায়।
ওসি দেলোয়ার আরও বলেন, আহত এসআইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত রুকনুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক