বিশাকা প্রকাশনীর মালিককে গুলি করে হত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তের গুলিতে শাজাহান বাচ্চু (৬০) নামে এক লেখক ও প্রকাশক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলায় মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাজাহান বাচ্চু ঢাকার বাংলাবাজারে অবস্থিত বিশাকা প্রকাশনীর মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারির কিছু সময় আগে গ্রামের বাড়ি কাকালদী এলাকার একটি দোকানে বসেছিলেন শাজাহান বাচ্চু। এ সময় মোটরসাইকেল যোগে দুইজন এসে তাকে ডেকে দোকান থেকে বের করে বুকের ডান পাশে গুলি করে বোমা ফাটিয়ে চলে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, শাজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি ব্লগার ছিলেন কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের