ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রলারের ওপর দিয়ে চলে গেল লঞ্চ, চালকের পা বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১২ জুন ২০১৮

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ঢাকাগামী এমভি অগ্রদূত প্লাস লঞ্চের ধাক্কায় মো. হাইয়ুম (৩২) নামের এক ট্রলার চালকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ সময় কাঠভর্তি ট্রলারে থাকা কাঠের বেপারী মো. আব্দুস সালাম নদীতে পড়ে যান। পরে কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন তিনি।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার (স্বরূপকাঠী) সীমান্তবর্তী আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পা হারানো হাইয়ুম নাজিরপুর থানাধীন মোনারপাড় গ্রামের মো. সোহারব মিয়ার ছেলে।

ট্রলারে থাকা কাঠের বেপারী আব্দুস সালাম বলেন, দক্ষিণের হাট থেকে কাঠ নিয়ে স্বরূপকাঠি কাঠ মহলের উদ্দেশে যাচ্ছিলাম আমরা। পেছন থেকে তীব্রগতিতে আসা অগ্রদূত প্লাস লঞ্চটি আমড়াঝুড়ি এলাকায় আমাদের ট্রলারকে ধাক্কা দেয়। এতে কাঠবোঝাই ট্রলারটি নদীতে ডুবে যায়। সেই সঙ্গে লঞ্চটি আমাদের ওপর দিয়ে চলে যায়। আমি ট্রলার থেকে পানিতে পড়ে যাই। পরে সাঁতরে কূলে উঠি। আর ট্রলার চালকের ওপর দিয়ে লঞ্চ যাওয়ার সময় তার পা বিচ্ছিন্ন হয়ে নদীতে রয়ে যায়।

আব্দুস সালাম জানান, লঞ্চের ধাক্কায় পা হারানো ট্রলার চালককে নদী থেকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। জরুরি বিভাগের চিকিৎসক অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠান।

অভিযুক্ত লঞ্চের মাস্টার বেল্লাল বলেন, সকালে ঈদের যাত্রী নিয়ে আমরা ঘাটে আসি। যাত্রী নামিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাই। আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীতে ওই ট্রলারটি আমাদের সামনে এসে ডান দিকে ঘুরে যাচ্ছিল। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

হাসান মামুন/এএম/আরআইপি

আরও পড়ুন