জবি শিক্ষার্থী সেই শারমিনের পাশে উপজেলা প্রশাসন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার মিমের পাশে দাঁড়িয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। ‘জবিতে ভর্তি হয়েও থেমে আছে শারমিনের পড়াশোনা’ শিরোনামে গত ৯ জুন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের।
মঙ্গলবার মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান শারমিনের বাড়িতে গিয়ে তার সার্বিক খোঁজখবর নেন। তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শও প্রদান করেন তিনি। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে লেখাপড়ার সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক এলাহী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মামুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে মেধা তালিকায় ভর্তি হন শারমিন আক্তার মিম। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা শারমিন গত ১০ জানুয়ারি থেকে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাসও শুরু করেন।
কিন্তু চারমাস মেসে থাকার পর দরিদ্র রিকশাচালক বাবা জামাল হোসেনের পক্ষে খরচ বহন করা আর সম্ভব না হওয়ায় গত এক মাস থেকে বাড়িতে অবস্থান করছেন শারমিন।
জানা গেছে, নওগাঁর মান্দা উপজেলার মান্দা সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামে পৈত্রিক সূত্রে পাওয়া চার শতাংশ জমির মালিক শারমিনের বাবা জামাল হোসেন। সেখানেই টিন ও বুনের বেড়া দিয়ে তৈরি একটি ঝুপড়ি ঘরে বাবা-মা ও ছোট বোন শাহারা আফরীনের সঙ্গে বসবাস শারমিনের। প্রতিবেশীদের সহযোগিতায় এতদিন দুই মেয়েকে পড়াশোনা করিয়েছে তার পরিবার।
শারমিন আক্তার মিম বলেন, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। তবে পড়াশোনার সম্পূর্ণ দায়িত্বভার নেবে এমন আশ্বাস এখনও পাওয়া যায়নি। কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে ফোন দিয়ে খোঁজখবর নিয়েছেন এবং সহযোগিতা করার আশ্বাস দিচ্ছেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান বলেন, সমাজসেবা অফিস থেকে আগামীকাল বৃহস্পতিবার এককালীন পাঁচ হাজার টাকা অনুদান দেয়া হবে। এছাড়া ‘একটি বাড়ি একটি খামার’ থেকে শারমিনের বাবাকে সহজ শর্তে লোন দেয়া হবে। তার বেতন মওকুফের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
আব্বাস আলী/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান