নওগাঁয় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নওগাঁয় সাড়ে ১২ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। সেই সঙ্গে ১০টি বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিরাজুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার হাপানিয়া ইউনিয়নের কুসাডাঙ্গা মন্ডল পাড়া থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। আটক সিরাজুল ইসলাম ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, কষ্টি পাথরের মূর্তিটি বিক্রির উদ্দেশ্যে সিরাজুল ইসলাম বাড়িতে নিজ হেফাজতে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে মন্ডল পাড়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ।
এ সময় সিরাজুল ইসলামের বাড়ি থেকে সাড়ে ১২ কেজি ওজনের কষ্টি পাথরের স্বরসতী মূর্তি ও ১০টি বৈদেশিক মুদ্রা উদ্ধার এবং তাকে আটক করা হয়। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
আব্বাস আলী/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান