ঈদযাত্রায় গাজীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২
ফাইল ছবি
গাজীপুরে টেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জামালপুরগামী কমিউটার ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থালেই তাদের মৃত্যু হয়।
জয়দেবপুর রেল জংশন পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে বসে দুই যাত্রী ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের ধীরাশ্রম স্টেশনের আউট সিগনালে এসে পৌঁছালে হঠাৎ ছাদ থেকে তারা নিচে পড়ে যান। এতে ট্রেনে কাটা পরে দুজনই ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, তাদের পরনে ছিল প্যান্ট-শার্ট। বয়স আনুমানিক ২৫-৩০ এর মধ্যে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন