সেই চিতা বাঘ দুটির নতুন ঠিকানা বঙ্গবন্ধু সাফারি পার্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাচারকারীদের হেফাজত থেকে উদ্ধার দুইটি চিতা বাঘ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারিপার্কে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার র্যাব-১১'র সদস্যরা ফতুল্লার ভূঁইঘর রঘুনাথপুর থেকে চিতা বাঘ দুটিকে উদ্ধার করে।
বন্যপ্রাণি বিভাগের অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম কুমার মল্লিক বলেন, র্যাব-১১ এর সদস্যরা রঘুনাথপুর শওকত ইমরান মিঠুর বাড়িতে অভিযান চালিয়ে খাঁচায় বন্দি দুই-আড়াই বছর বয়সী দুটি চিতা বাঘ উদ্ধার করেন। এসময় মিঠু ও আরিফুল নামের দুই পাচারকারীকেও গ্রেফতার করে। পরে পাচারকারীদের আদালতের মাধ্যমে কারাগারে এবং বাঘ দুটিকে বনবিভাগে হস্তান্তর করা হয়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব মিয়া জানান, শুক্রবার রাতে বাঘ দুটি সাফারিপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন বিভাগ। উদ্ধার হওয়া চিতা বাঘ দুটি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত থাকার সম্ভাবনা থাকায় শনিবার দুপুরে পার্কের অন্যান্য বাঘগুলো থেকে নির্দিষ্ট কোরেন্টাইনে (পৃথক স্থান) রাখা হয়েছে। ২১ দিন বিভিন্ন পরিচর্যার পর এবং কোনো রোগে আক্রান্ত থাকলে তা নির্ণয়ের পর মূল বেষ্টনীতে রাখা হবে। বর্তমানে এ দুটি ছাড়া পার্কে আর কোনো চিতা বাঘ নেই।
শিহাব খান/এমএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন