ঈদের দিন স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
টাঙ্গাইলে ঈদের দিন স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় সুমি আক্তার (২০) নামে এ গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের বৈল্যা নামক স্থানে মোটরসাইকেল থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত সুমি আক্তার টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার জুয়েল রানার স্ত্রী।
জুয়েল রানা বলেন, শনিবার সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে সুমিকে নিয়ে মোটরসাইকেল করে ঘুরতে বের হই। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দুপুর পৌনে ১টার দিকে শহরের বৈল্যা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে সুমি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমন পাল জানান, দুপুর ১টার দিকে সুমিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না