নির্বাচনী মাঠ পর্যবেক্ষণে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল
গাজীপুর সিটি নির্বাচনী মাঠ পর্যবেক্ষণ ও এক মেয়রপ্রার্থীর সঙ্গে মতবিনিময় করেছেন আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চার সদস্যের একটি প্রতিনিধি দল।
‘ডিআই’ মূলত গণতন্ত্র, নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণের মতো সরকারি বিভিন্ন প্রকল্প এবং রাষ্ট্রে বহুদলীয় পদ্ধতি ফেরাতে কাজ করে থাকে।
মঙ্গলবার বিকেলে জেলার জয়দেবপুর শহরের ২৮নং ওয়ার্ডের উত্তর ছায়াবিথী এলাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের সঙ্গে তার ব্যক্তিগত অফিসে প্রতিনিধি দলটি মতবিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন ডিআইয়ের সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার জেনা করীম, সিনিয়র প্রোগ্রাম অফিসার লিপিকা তাপসী, সিনিয়র ইলেকশন অ্যাডভাইজার শাহেদুন্নবী ও গাজীপুর প্রতিনিধি হামিদুর রশীদ।
মতবিনিময় শেষে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানান, পর্যবেক্ষক দলটির সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে জেনা করীম এসেছেন স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণে। নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে তারা জেনেছেন। নতুন নির্বাচনের তারিখে ভোটারদের অভিমত এবং প্রার্থীদের চাওয়া-পাওয়া সম্পর্কেও তারা জেনেছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য আশঙ্কা, ষড়যন্ত্র, প্রশাসনিক কোনো চাপ আছে কী না এবং সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা এবং কেন্দ্র আছে কী না এসব ব্যাপারেও তারা জানতে চেয়েছেন।
আমিনুল ইসলাম/এমএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন